রাজিব রানা
পবিত্র রমজান মাসে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) উদ্যোগে নগরবাসিদের জন্য ৫৫০ টাকা কেজি ধরে ভর্তুকি মুল্যে গরুর মাংস বিক্রি হয়েছে। সোমবার ময়মনসিংহ টাউনহল মাঠে ৫৫০ টাকা ধরে গরুর মাংস বিক্রি করা হয়েছে।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী উপস্থিত থেকে নগরবাসিদের মাঝে গরুর মাংস বিক্রি করেন। এ সময় সিটি কর্পোরেশনের খাদ্য ও সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী বলেন, স্বল্প আয়ের মানুষদের জন্য জন্য ভূর্তকি দিয়ে ৫৫০ টাকা ধরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গরুর মাংস বিক্রি করা হচ্ছে।
সপ্তাহে সোমবার ও মঙ্গলবার এই ভর্তুকি মুল্যে গরুর মাংস বিক্রি করা হবে। তিনি বলেন, তিন শতাধিক মানুষের মাঝে এককেজি করে মাংস বিক্রি করা হয়েছে। মঙ্গলবার পাচ শতাধিক মানুষের মাঝে এককেজি করে মাংস বিক্রি করা হবে বলে তিনি বলেন।