ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমাদান উপলক্ষ্যে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল শহীদ ও প্রয়াত বীরমুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার আয়োজনে শনিবার (০৬ এপ্রিল) ত্রিশাল পৌর শহরের ইউএনও মুক্তমঞ্চে আলোচনা সভা, দোয়া, ইফতার ও মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ময়মনসিংহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শামীম হোসেন, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন, স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার সভাপতি ও সেক্টর কমান্ডারস্ ফোরাম ‘মুক্তিযুদ্ধ ৭১’ এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন।