নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নে ১৯৫০জন দুঃস্থ্য অসহায় অস্বচ্ছল ব্যক্তি ও পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঈদুল ফিতরের উপহার ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ (দশ) কেজি হারে চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের সহায়তায়, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায়, ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় পরিষদ চত্বরে উপকারভোগীদের মাঝে এ চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দায়িত্বরত টেক অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আক্তার হোসেন, ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আসাদুজ্জামান, ইউনিয়ন পরিষদের সদস্য সহ গ্রাম পুলিশের সদস্যরা।