জাহাঙ্গীর আলমঃ
ময়মনসিংহের ত্রিশালে পূর্বাশার আলো সেবা সংঘের পক্ষ থেকে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রিশাল পৌরসভার ৮ নং ওয়ার্ডে সাইফুল কমিশনার মার্কেট সংলগ্ন কার্যালয়ের সামনে সকাল ১০ টার দিকে শতাধিক পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন পূর্বাশার আলো সেবা সংঘের উদ্যোগে এই উপহার সামগ্রী দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বাশার আলো সেবা সংঘের উপদেষ্টামন্ডলীর সদস্য ত্রিশাল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মানিক সাইফুল এবং বিশিষ্ট সমাজসেবক বদিউজ্জামান বাদল। অত্র গ্রুপের সম্মানিত সভাপতি নাঈম হাসান মৃধার সভাপতিত্বে উক্ত বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্বাশার আলো সেবা সংঘের সহ সভাপতি : ইলিয়াস আহমেদ।পূর্বাশার আলো সেবা সংঘের সাধারণ সম্পাদক : সাগর খান ত্রিশালী। যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমেদ। পূর্বাশার আলো সেবা সংঘের সাংগঠনিক সম্পাদক : এম. জি. ফারুক। পূর্বাশার আলো সেবা সংঘের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ দুলাল উদ্দিন।পূর্বাশার আলো সেবা সংঘের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মো : জাহাঈীর আলম.সদস্য :সোহেল,শহিদ, আমিন, মুমিন,মাহিন,আনাম,সিয়াম,নজরুল,হাফিজুল,,শামীম,রাজু,।
জুয়েল সুজন,হৃদয়, সাজ্জাদ,শাহিন,সহ গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ। অত্র সংগঠনের উত্তরোত্তর সফলতা, সমৃদ্ধি ও শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন : ধর্ম বিষয়ক সম্পাদক : হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
আরও উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পূর্বাশার আলো সেবা সংঘের সাধারণ সম্পাদক : সাগর খান ত্রিশালী বলেন, প্রতিবছর পূর্বাশার আলো সেবা সংঘের উদ্যোগে শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হয় । আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। 'এসো মানবতার কল্যাণে, সুন্দর সমাজ বিনির্মাণে 'এ প্রতিপাদ্যকে সামনে অত্র সংগঠন মানবতার আহ্বানে সর্বদা প্রস্তুত থাকবে।