মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
প্রতিবারের ন্যায় এবারও ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহে ঈদের নমাজ আদায় করেন ময়মনসিংহ সিটি করপোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
গত বৃহস্পতিবার ১১ এপ্রিল প্রায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায় করে ও মুসলিম উম্মাহর শান্তি এবং দেশ ও জাতির অগ্রগতির কামনায় মোনাজাতের মধ্য দিয়ে আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
প্রথম জামাতে আরোও নামাজ আদায় করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় অর্ধ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি নামাজ আদায় করেন। এতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
প্রথম জামাতের আবার পৌনে ৯ টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও ঈদগাহের মাঠ ও আশপাশ এাকায় নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা ছিল।