আনোয়ার হোসেন, ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ঃ
ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষে ” ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৭ এপ্রিল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শওকত আলী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলহাস উদ্দিন, মৎস কর্মকর্তা সাইদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ সেলিনা রশিদ, মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল হোসেন আকন্দ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন পাঠান, আফিয়াত আলমগীর, সহ বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক সহ নেতৃবৃন্দ।