স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ ক্যাম্পাস শাখা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি অনুমোদন দিলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি হলেন,মন্টু মিয়া সাধারণ সম্পাদক হলেন, শেখ ফরিদ।
১৮এপ্রিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আল মামুন জুয়েল সাধারণ সম্পাদক আলী ইসলাম সংগঠনের প্যাডে যৌথ স্বাক্ষরে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদ দেন এতে সহ সভাপতি হিসেবে দায়িত্ব পান ময়মনসিংহ -৭ ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ এমপির আস্থাভাজন কর্মী ত্রিশালের সন্তান আল হামিদ রাজু।
১৯এপ্রিল সন্ধ্যায় এমপির বাসভবন রাজু তার প্রিয় নেতা জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ এমপিকে কমিটি বিষয়ে অবগত করে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির আহমেদ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি সাব্বির আহমেদ সানিসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।