Header Image

ময়মনসিংহে প্রচন্ড গরমে ট্রাফিক পুলিশের পাশে দাঁড়ালেন যুবলীগ নেতা রাহাত খান

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

প্রচন্ড তাপদাহে সারা দেশের মানুষ গরমে অস্হির হয়ে ওঠেছে। তেমনি ময়মনসিংহে তাপমাত্রা অনেক বেশি তারপরও জেলা ট্রাফিক পুলিশ ময়মনসিংহের যানজট নিরসনে প্রচন্ড গরমেও নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

ঠিক সেই মূহুর্তে ময়মনসিংহ জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান মানবিক দিক চিন্তা করে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পয়েন্টে কর্মরত ট্রাফিক পুলিশের পাশে দাঁড়ালেন।

বুধবার ২৪ এপ্রিল দুপুরে নগরীর পাটগুদাম ব্রীজ মোড়,চরপাড়া মোড়,গাঙ্গিনার পাড় মোড়,নতুন বাজার মোড়,জেলা স্কুলের মোড় এবং টাউন হলের মোড়ে কর্মরত ট্রাফিক পুলিশ হাতে বিশুদ্ধ পাানির বোতল,ডাব,ওরস্যালাইন ও গ্লুকোজ এর প্যাকেট হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা যুবলীগ নেতা মোঃ রবিন খান শিমুল,ঈদ্দিশ তারাশি,সাখাওত হোসেন শাকিল,মোঃ মোতালেব হোসেন,শাকিল আহমেদ বাবু,মোঃ আল আমিন, রবি,সাইফুল ইসলাম রাসেল সহ আরোও অনেকেই।

যুবলীগ নেতা শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান এর দেওয়া এই সব পানীয় দ্রব্যগুলো উনারা খুবই খুশী হন এবং যুবলীগ নেতা শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!