মঙ্গলবার ২৩ এপ্রিল রাতে “ময়মনসিংহ অডিটোরিয়াম” ৭০/১ এলিফ্যান্ট রোড, ঢাকায় এলিঃ রোড মহল্লা কমিটি( আর এম বি সি কল্যাণ সমিতি), ঢাকা এর ঈদ পরবর্তী জরুরী পরামর্শ সভা সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইন্জিঃ মনিরুজ্জামান তকদীর এর সন্চালনায় অনুষ্ঠিত হয়।
শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সহ সভাপতি সামছুল হক ভূইয়া।সভায় মহল্লার প্রধান ফটক ও এলাকা,র অন্যান্য সমস্যা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
মহল্লা র প্রধান ফটকের কাজ সম্পন্ন করা, দারোয়ান নিয়োগ সহ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।সর্ব সম্মত ভাবে সমিতির সম্মানিত সদস্য এস পি কামারুম মুনিরা কে আর এম বি সি কল্যাণ সমিতি , এলিফ্যান্ট রোড ঢাকা র উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মনোনীত করা হয়।
সভায় সমিতির কর্ম কর্তা ও উপদেষ্টাবৃন্দের মাঝে বক্তব্য রাখেন সর্বজনাব মন্জুরুল ইসলাম শাহীন( সমিতির উপদেষ্টা ও মাননীয় প্রধান মন্ত্রীর কার্যালয়ের যুগ্ন সচিব),সমিতি র যুগ্ম সাধারন সম্পাদক ইন্জিঃ ওয়াহিদুর রহমান খান লোটন, সমিতির যুগ্ম সাধারন সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, কোষাধ্যক্ষ ইন্জিঃ এম এইচ খান টুটুল,মহিলা সম্পাদক মিসেস ইয়াসমিন পল, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব ইকবাল হোসেন,সমিতির নির্বাহী সদস্য মোঃ হেলাল উদ্দীন, রাব্বি মনসুর,আদনান শাহরিয়ার নাজিন,যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহরুজ তালাল দাইয়ান প্রমূখ।