
আনোয়ার হোসেন তরফদার, বিশেষ প্রতিনিধি ঃ
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার, ত্রিশাল সার্কেল ও ত্রিশাল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেনের দিক নির্দেশনায় ত্রিশাল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করিয়া ডাকাতির প্রস্তুতি কালে সংঘবদ্ধ ডাকাতদলের ০৩ (তিন) সদস্য গ্রেফতার ও ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের বাগান চেয়ারম্যান মোড় হতে তাদের কে গ্রেফতার করা হয়।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান তাদের কে বাগান চেয়ারম্যান বাড়ি মোড় হতে আটক করা হয়েছে তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য, তাদের কে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।