মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহ নগরীর মানুষ প্রচণ্ড তাপমাত্রার কারনে বাইরে চলাচল করতে পারছে না। সেইদিক বিবেচনা করে ময়মনসিংহ সিটি এর করপোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যক্তিগত উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশুদ্ধ পানি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পয়েন্ট গুলো হলো মুমিনুননিসা সরকারি মহিলা কলেজের সামনে, জিরো পয়েন্ট মোড় কাচারি ঘাট,পাঠগুদাম ব্রিজ মোড় পুলিশ বক্স সড়ক সংলগ্ন,
স্টেশন মোড় পালিকা মার্কেটের সামনে, ত্রিশাল বাস স্ট্যান্ড, চরপাড়া মোড় পুলিশ বক্স সংলগ্ন, নতুন বাজার আজাদ বেকারি সামনে, জিলা স্কুল মোড়, কাঁচিঝুলি মোড়সহ গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ভ্রাম্যমাণ গাড়িতে করে বিশুদ্ধ পানি, স্যালাইন বিতরণ করা হচ্ছে।
জানা যায় বর্তমানের এই পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান কার্যক্রম অব্যাহত থাকবে এবং সুন্দর পরিচ্ছন্ন নগর গড়তে সবার সচেতনতা ও সহযোগিতা নগর বাসীর সুফল বয়ে আনবে।