
মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ ইং উপলক্ষে ময়মনসিংহ পলিকেটনিক ইনস্টিটিউট হোস্টেল মাঠে শিক্ষার্থীদেরকে সরাসরি চাকুরি প্রদানের লক্ষ্যে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে (৩০ এপ্রিল) পলিকেটনিক ইনস্টিটিউটের আয়োজনে জব ফেয়ার (চাকুরি মেলা) অনুষ্ঠিত হয়।
“স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানে দিনব্যাপী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপনে অনুষ্ঠিত চাকরি মেলায় ময়মনসিংহসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চল থেকে মোট ৩৮টি প্রতিষ্ঠান অংশগ্রহন করে।
মেলায় শিক্ষার্থীরা তাদের স্কিল ডেভলপের জন্য পছন্দ অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা দেন। হোস্টেল প্রাঙ্গনে অনুষ্ঠিত মেলায় ৩৮ টি চাকরি দাতা প্রতিষ্ঠানে বিভিন্ন পদে প্রায় আড়াই হাজার চাকরি প্রার্থী আবেদন করে। এর মধ্যে ডিপিএল গ্রুপ, এইচ এম ডি, খান ব্রাদার্স ও রেমডোসহ বিভিন্ন কোম্পানির ৪২ জনকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করেন।
চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ইন্ডাস্ট্রি লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে ৫টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্বারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। শিক্ষিত বেকার জনগোষ্ঠীকে চাকরি প্রদানের লক্ষ্যে চুক্তিতে রয়েছে, ইন্ড্রাস্টিয়াল ট্রেনিং, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ এবং শিক্ষার্থীদের চাকরি প্রদান করার শর্ত। দিনব্যাপী এ চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ পলিকেটনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ শওকত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। ইনস্ট্রাক্টর (নন-টেক) বাংলা দিবাকর ভূষণ মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের পরিচালক সুলতানা রাজিয়া, খান ব্রাদার্স চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কবির খান, ইনটার্ন বিডির সিইও সুজিত দাস, সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের টেকনিক্যাল অফিসার (সিভিল) মোঃ আবু বক্কর ছিদ্দিক, হাফসা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিঃ মোহাম্মদ নুরে আলম।এ সময় আরও উপস্থিত ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ, ইনসট্রাক্টর, প্রকৌশলী,শিক্ষক-শিক্ষার্থীসহ মেলার অংশগ্রহনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ প্রমুখ।