Header Image

মহান মে দিবসে ত্রিশালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা মটরজান কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি নজরুল ইসলাম এর সমর্থক ও ত্রিশাল উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের অবহেলিত চালক ও সহকারী সদস্যবৃন্দদের আয়োজনে, উপজেলা শাখার ২বারের সাবেক সাধারণ সম্পাদক আনারুল ইসলাম এর নেতৃত্বে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‘দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও’ এ স্লোগান কে সামনে রেখে বুধবার সকালে স্থানীয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়াম সংলগ্ন স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে একটি বিশাল র‌্যালি বের হয়ে মহাসড়ক সহ পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

এসময় উপিস্থত ছিলেন, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা মটরজান কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি নজরুল ইসলাম এর পক্ষে প্রতিনিধি রামিন কায়সার, জেলা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মজিবুর রহমান মজি, সাবেক সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার আহমেদ রনি সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। র‌্যালি শেষে উপস্থিত সকলকে ভুরিভোজ করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!