ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকা ত্রিশাল মৈত্রী ডিগ্রি কলেজের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মে) সকালে ত্রিশাল উপজেলার গুজিয়াম গ্রামে ভালুকা ত্রিশাল মৈত্রী কলেজে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ বি এম আনিছুজ্জামান কে সংবর্ধনা দেওয়া হয় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজ গভর্নিং কমিটির সভাপতি এডভোকেট মাহবুবুল আলম ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ বি এম আনিছুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ খায়রুল বাসার আমিরাবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান মাস্টার,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, আওয়ামিলীগ নেতা নূরে আলম জিকু, কলেজের সহযোগী অধ্যাপক আনোয়ারা পারভীন ডলি, মাহফুজুর রহমান মোতাহার, মফিজুল ইসলাম, মিজানুর রহমান, উসমান গনি,কামরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সুয়েল মাহমুদ সুমন, ছাত্র লীগের সাবেক সভাপতি সানি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ বি এম আনিসুজ্জামান বলেন জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে তোমাদের কে স্মার্ট মানুষ হতে হবে। আর লেখা পড়ায় মনোযোগী হতে হবে৷