Header Image

ময়মনসিংহ সিটি করর্পোরেশনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২৪ ইং এর উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

বৃহস্পতিবার ২৩ মে বেলা ১১ টায় নগরীর প্রিমিয়ার আইডিয়াল স্কুল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের কৃমিনাশক সেবন করিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র ইকরামুল হক টিটু।

এ সময় তিনি বলেন কৃমি আমাদের সুস্থতা ও কর্মক্ষমতা নষ্ট করে, শরীরে শক্তির সঞ্চয়কে শেষ করে । আগামী প্রজন্মকে সুস্থ রাখার স্বার্থেই তাই সরকারের কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্যোগ।

এছাড়াও মেয়র তার বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হতে এবং নিজ নিজ পরিবারে সচেতনতার বার্তা পৌঁছে দিতে অনুরোধ করেন।
কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে ময়মনসিংহ সিটি এলাকার ৫ থেকে ১৬ বছর বয়সী স্কুলগামী ও স্কুল বহির্ভূত ১ লক্ষ ১৫ হাজার শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট সেবন করানো হবে।

২৩ মে থেকে ২৯ মে সিটি এলাকার বিদ্যালয়গুলোতে এ কার্যক্রম পরিচালিত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ চাঁন মিয়া, কাউন্সিলর শীতল সরকার ও হামিদা পারভীন, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটেশন ইন্সপেক্টর সাইফুল ইসলাম সাজু।

অনুষ্ঠানের সঞ্চালনায় করেন মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ।
এছাড়া উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।

পরবর্তীতে বেলা ১২ টায় মেয়র পুলিশ লাইন সরকারি বিদ্যালয়ের শিশুদের কৃমি নাশক ট্যাবলেট সেবন করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!