মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
ময়মনসিংহে সামাজিক সংগঠন বন্ধন এর উদ্যোগে শনিবার ২৫ মে নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পিং এর মাধ্যমে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শিব্বির আহাম্মেদ লিটন, বন্ধন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম, সহ-সভাপতি জহিরুল ইসলাম মৃধা,মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম, বন্ধন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ রানা, উক্ত ক্যাম্পিং এর আহবায়ক ও বন্ধন সংগঠনের কার্যনির্বাহী সদস্য নাসির হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, প্রচার ও দপ্তর বিষয়ক সম্পাদক মিলন মিয়া,ক্রীড়া সম্পাদক ফরিদ রাহাত,সহ সম্পাদক ইসরাত জাহান লোপা।
এছাড়াও উপস্হিত ছিলেন বন্ধন সংগঠনের সদস্য সাংবাদিক মোঃ মফিদুল ইসলাম লাভলু,জোবায়ের,শান্ত সহ আরোও অনেকেই।
উল্লেখ্য যে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন প্রতিষ্ঠালগ্ন থেকেই নগরীর অসহায় দুস্থ মানুষের সেবার পাশাপাশি বৃক্ষ রোপণ কর্মসূচি সহ অসহায় মানুষের সহযোগিতায় সর্বদা নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
রমজান মাসেও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ, করোনাকালীন সময়ে অসহায় মানুষের মাঝে অর্থ সহায়তা, পথচারীদের মাঝে মাস্ক বিতরণ, সচেতনতামূলক ক্যাম্পেইন, পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন সহ নানা সামাজিক কাজে নিযুক্ত থেকে কাজ করে চলেছে। এছাড়াও প্রেসার মাপা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে আসছে।