Header Image

ভালুকায় ২০ একর সরকারী খাস জমি উদ্ধার

 

আনোয়ার হোসেন ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় অবস্থিত ১৫০ নং তফসিলভুক্ত ২০ একর সরকারী খাস জমি উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। এসময় ওই খাস জমিতে অবৈধভাবে স্থাপিত ১৯টি স্থাপনা (ঘর) অপসারণ করে হয়েছে। স্থানীয় ভাবে জানা যায় উদ্ধারকৃত ওই ২০ একর জমির দাম স্থানীয়ভাবে প্রায় দুই শত কোটি টাকা।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ এবং ভালুকা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় ভালুকা সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান ওই অবৈধ স্থাপনা অপসারণ করেন।

উচ্ছেদের পর ওই খাস জমিতে লাল নিশানা স্থাপন করা হয়। এ উচ্ছেদ কাজে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ, ভালুকা মডেল থানার পুলিশ, পল্লী বিদ্যুৎ ও ভালুকা পৌরসভা সহায়তা করে।

সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান জানান, ওই খাস জমিটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের স্থাপনের কথা রয়েছে। একটি মহল দীর্ঘদিন ধরে ওই জমিটি বেদখল করে রেখেছিলো।সরকারি স্বার্থ রক্ষার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!