ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
সোমবার মধ্যরাতে শেষ হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। আজ ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হবে ভোটগ্রহণ।
উপজেলার ভালুকা সরকারি কলেজ মাঠে সকাল ১০টায় আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে ভালুকা উপজেলা পরিষদ ইউএনও এর সম্মেলন কক্ষে প্রিজাইডিং অফিসারদের সাথে সহকারী রিটার্নিং কর্মকর্তা আলী নূর খান শেষ মূহুর্তের দিকনির্দেশনা দেন। তারপর উপজেলা পরিষদ হলরুম থেকে প্রিজাইডিং অফিসারদের হাতে নির্বাচনের সরঞ্জামাদি তুলে দেওয়া হয়।
এ উপজেলায় ১টি পৌরসভা সহ ১১টি ইউনিয়নে মোট ৩ লাখ ৩৯ হাজার ৯৬০ জন ভোট রয়েছে। যার মধ্যে ১ লাখ ৬৯ হাজার ৬৫৯ জন পুরুষ, ১ লাখ ৭০ হাজার ২৯৯ জন নারী ও ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। যারা আগামীকাল ব্যালটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা আলী নূর খান জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনের মালামাল পাঠানো হয়েছে।