মঙ্গলবার বিকেলে অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারের নব নির্বাচিত নির্বাহী কমিটি র প্রথম সভা সংগঠনের সভা পতি ( প্রধান এডমিন) মনজুর হাসান আসাদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: গোলাম কিবরিয়ার সন্চালনায় অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারের কেন্দ্রীয় কার্যালয় ৭০/১ এলিফ্যান্ট রোড, ঢাকায় অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মত ভাবে আগামী জুলাই/২০২৪ মাসে মিলন মেলা অনুষ্ঠিত এবং ডিসেম্বর মাসে স্বরণিকা প্রকাশ সহ অনেক গুর্ত্বপূর্ন সিদ্বান্ত গৃহীত হয়। এ সকল সিদ্বান্তে র প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্বা মো: মাহফিজুর রহমান বাবুল,প্রধান উপদেষ্টা মোফাজ্জল হক, উপদেষ্টা বীরমুক্তিযোদ্বা মোজাম্মেল হক চৌধুরী,
উপদেষ্টা মো: আবুল হোসেন, সহ-সভাপতি এনায়েত হোসেন, সহ সভাপতি আলহাজ্ব মো: আব্দুল আলী, বীর মুক্তিযোদ্বা হাজী বাবুল আমিন,জনাব নাসির আহম্মেদ( মহারাজ), আসিশ কুমার রায়, একে আজাদ, মোখলেছুর রহমান, মাহবুর রহমান সহ আরো অনেকে।
সভাশেষে পরিবারের মরহুমদের স্বরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাজী মো: আব্দুল আলী।