ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহ-৭ ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান এমপিকে সংবর্ধনা ও স্কুলের নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে স্কুল মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ত্রিশাল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ২নং ওয়ার্ড কাউন্সিল ও স্কুলের নতুন ম্যানেজিং কমিটির সভাপতি রাশিদুল হাসান বিপ্লব। প্রধান অতিথির বক্তব্য রাখেন এবিএম আনিছুজ্জামান এমপি, আলোচক ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলী ছিদ্দিক, উপজেলা ইন্সট্রাক্টর রিসোর্স সেন্টার মাকসুদা আক্তার বানু, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম মুজিব, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফকরুদ্দীন আহমেদ, ত্রিশাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাশিদুজ্জামান সহ অনেকেই। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ ও সাংস্কৃতিক হয়।