Header Image

ত্রিশালে গাড়ী সহ ৬ ছিনতাইকারী গ্রেফতার

 

রাকিবুল হাসান ফরহাদ:

ময়মনসিংহের ত্রিশাল থানাধীন রাগামারা নামক স্থানে গত ৩১মে রাতে ২০টন চালসহ ট্রাক ছিনতায়ের ঘটনায় ত্রিশাল থানায় জামাল উদ্দিন নামে এক ব্যক্তি অভিযোগ করলে, ছিনাতাইকারী চক্রদের ৬সদস্যকে দুটি প্রাইভেটকার সহ গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। এ নিয়ে প্রেসবিফিং করেছেন ত্রিশাল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন।

১১জুন ত্রিশাল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন থানা পুলিশের একটি চৌকস টিম নিয়ে দিনব্যাপী অভিযান চালিয়ে নেত্রকোনার দূর্গাপুর নামক স্থান হতে দুই প্রাইভেটকার সহ ছিনতাইকারী চক্রের ৬সদস্যকে গ্রেফতার করেন এরা হলেন,১। ওমর ফারুক (৩০) পিতা-মৃত চান মিয়া, ২ । ফরিদুল ইসলাম (৩২) পিতা-মৃত কালু মিয়া, উভয় সাং- সাং-গৌরিপুর লেঙ্গুরা থানা-কমলাকান্দা, জেলা-নেত্রকোনা ৩। চুন্নু মিয়া (২৮) পিতা-মিন্টু মিয়া, সাং-সাখুয়া বাজার চল্লিশা, থানা-নেত্রকোনা ৪। কাউছার উদ্দিন, পিতা-মৃত আমিনুল হক সাং-মাহমুদপুর, উভয় থানা-নেত্রকোনা ৫। রবিউল আউয়াল (৩০) পিতা-মৃত শোকন মিয়া, সাং-দূর্ঘাশ্রম থানা-আটপাড়া ৬। আজিজুল হক (২৮) পিতা-মৃত আঃ আজিজ, সাং-কাউলিকোনা।

ত্রিশাল থানা অফিসার ইনচার্জ বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এই চক্রের অন্যান্য যারা রয়েছেন তাদেরকে অভিযান চলমান। ছিনতাই করা ট্রাক থানা পুলিশের হেফাজতে রয়েছে, ট্রাক ভর্তি ২০টন চাল কোথাই রয়েছে আসামীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রেসবিফিংকালে উপস্থিত ছিলেন, ত্রিশাল থানা ওসি তদন্ত চাঁদ মিয়াসহ অভিযানে থাকা অফিসার বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!