মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)
অসহায় দুস্থ ও হতদরিদ্র মানুষের সেবায় সর্বদা কাজ করছে ময়মনসিংহের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বন্ধন। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন ময়মনসিংহের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বন্ধন।
শনিবার ১৫ জুন বিকেলে নগরীর ক্লিন সিটির অফিসের সামনে অসহায় ও হতদরিদ্র ভ্যান চালকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। বন্ধন সংগঠন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম এর সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ এর সময় উপস্থিত ছিলেন বন্ধন সংগঠনের সহ-সভাপতি ও আজকের প্রোগ্রাম এর আহ্বায়ক ফজলুল হক উজ্জ্বল, আজকের প্রোগ্রাম এর সঞ্চালক ও সাধারণ সম্পাদক মোঃ পারভেজ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী পারভেজ রানা,প্রচার ও দপ্তর সম্পাদক মিলন মিয়া, ভারপ্রাপ্ত অর্থ বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক ইসরাত জাহান লোপা,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জিয়ারুল হক,সংগঠনের কার্যনিবার্হী সদস্য মোঃ নাসির হোসাইন, সাঈদ তালুকদার রনি।
এছাড়াও আরোও উপস্থিত ছিলেন সদস্য মফিদুল ইসলাম লাভলু ও শুভাকাঙ্ক্ষী মনজুরুল হক , ফারহান জিলাম সহ স্বেচ্ছাসেবকগণ। উল্লেখ্য যে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন প্রতিষ্ঠালগ্ন থেকেই বৃক্ষ রোপণ কর্মসূচি সহ অসহায় মানুষের সহযোগিতায় সকল সময় পাশে ছিল।
শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও করোনাকালীন সময়ে অসহায় মানুষের মাঝে অর্থ সহায়তা,পথচারীদের মাঝে মাস্ক বিতরণ, সচেতনতামূলক ক্যাম্পেইন,পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন সহ নানা সামাজিক কাজ পরিচালনা করে আসছে ।