ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিকদের শতভাগ বেতন-বোনাস নিশ্চিত করেছে ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহ শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মালিক-শ্রমিকদের মধ্যে সু-সম্পর্ক সৃষ্টির লক্ষে ফ্যাক্টরি মালিক/মালিক প্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিবৃন্দদের সাথে বিভিন্ন বৈঠকের মাধ্যমে ঈদ বোনাস ও নিয়মিত বেতন পরিশোধের তারিখ নির্ধারণ করা হয়। প্রত্যেকটি ফ্যাক্টরির বেতন-ভাতা সংক্রান্ত পূর্ববর্তী ইতিহাস ও সাম্প্রতিক সময় কোন ইস্যু আছে কিনা যেটি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে সে বিষয়গুলি চিহ্নিত করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ ময়মনসিংহ এর পুলিশ সুপারসহ বিভিন্ন পদবীর অফিসারবৃন্দ নিয়মিতভাবে ফ্যাক্টরি পরিদর্শনসহ ফ্যাক্টরির কর্তৃপক্ষ ও শ্রমিকদের নিয়ে
আইন-শৃঙ্খলা সভা, ওপেন হাউজ ডে সভা, কমিউনিটি পুলিশিং সভা, বিট পুলিশিং, পুলিশি টহলসহ বিশেষ টিম, এপিসি টিম, মনিটরিং টিম ও গোয়েন্দা টিমের কার্যক্রম করে।
এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টা ও দৃঢ় নেতৃত্বের কারণে অত্র শিল্পাঞ্চালে কোন প্রকার শ্রমিক অসন্তোষ ছাড়াই যথা সময়ে শতভাগ বেতন- ভাতা, ঈদ বোনাস ও ছুটি পাওয়ায় বিভিন্ন শিল্প-কারখানায় কর্মরত শ্রমিকেরা হাসি মুখে ঈদ উৎযাপনের জন্য নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে।