আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় এইচএসএসি পরীক্ষায় অসদুপায়ে সহযোগিতা করায় এক প্রভাষক এবং ১০ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
রবিবার (৩০ জুন) সকাল সোয়া ১০ টার দিকে মাহমুদপুর সাহেরা সাফায়েত কলেজে এই ঘটনা ঘটে।
ভালুকা উপজেলা নির্বাহি কর্মকর্তা আলিনূর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এইচএসএসি পরীক্ষায় অসদুপায়ে সহযোগিতা করায় প্রভাষক সাদিকুর রহমান এবং উপজেলার মেজর ভিটা এলাকার মর্নিং সান স্কুল এন্ড কলেজের ১০ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধিনে ভালুকা উপজেলায় এ বছর মোট ৮ টি কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এইচ এস সি কেন্দ্র- ৬ টি ও ভেন্যু ১টি করিগরির সাথে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে। আলিম পরিক্ষা কেন্দ্র ১ টি, কারিগরি – ১ টি। মোট পরিক্ষার্থী সংখ্যা এইচ এস সি ৩৭৪৬ জন আলিম পরিক্ষার্থীর সংখ্যা ১৪৯ জন, কারিগরিতে ২৩৭ জন।