Header Image

ফ্রিল্যান্সিং করে সফল ময়মনসিংহের মোঃ রুহুল আমিন

 

রাকিবুল হাসান ফরহাদ:

ঘরে বসে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আয় করার সবচেয়ে সহজ ও অন্যতম পদ্ধতি হচ্ছে ‘ফ্রিল্যান্সিং। তথ্যপ্রযুক্তির কল্যাণে এখন ঘরে বসেই নিজের ক্যারিয়ার তৈরি সুযোগ তৈরি করছে যুবকেরা। তাদের মধ্যে অন্যতম একজন ময়মনসিংহ এর মুক্তাগাছার ছেলে রুহুল আমিন । সে মুক্তাগাছা কলেজ থেকে H.S.C পাস করে বর্তমানে নার্সিং এ পড়াশোনা করতাছে। এবং পাশাপাশি ফ্রিল্যান্সার!

মাত্র অল্প বয়সেই ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে রুহুল যোগ্য করে তুলেছেন এবং ভালো অংকের টাকাও আয় করেছেন । ২০১৬ থেকেই তিনি বিভিন্ন ধরনের কাজ খুঁজতে থাকেন অনলাইনে। এবং সবশেষে ২০১৯ সালে করোনার সময় তিনি ফেসবুক পাবলিক গ্রুপ আর পেজ নিয়ে কাজ শুরু করেন এবং তখন থেকেই সফলতার দিকে ছুটেন একটা সময় ফেসবুক পেজ এবং ইউটিউব মনিটাইজেশন নিয়ে কাজ করেন। ২০২০ সালে এসে সফল হয় ।

এবং ২০২০ সালের দিকে সাইবার সিকিউরিটি এক্সপার্ট কিছু গ্রুপেও কাজ শিখে এবং মানুষকে বিনামূল্যে হেল্প করা শুরু করে, সে এখন পর্যন্ত ১ হাজার + ফেসবুক আউডি রিকভারি করে দিয়েছে মানুষকে এবং বিভিন্ন হ্যাক পেজ রিকভারি করে দিয়েছে এবং ফেসবুক পাবলিক ও প্রাইভেট গ্রুপ রিকভারি করে দিয়েছে ! এবং সোশ্যাল মিডিয়ায় রিলেটেড অনেক ধরনের কাজে মানুষকে হেল্প করেছে। সে সাইবার সিকিউরিটি এক্সপার্ট ৷ সোশ্যাল মিডিয়ায় রিলেটেড অনেক কাজে সে পারদর্শী । এখন সে ফেসবুক পেজ আর ইউটিউব মনিটাইজেশন নিয়ে কাজ করতাছে।

তাকে এই পর্যন্ত আসতে কঠোর পরিশ্রম করতে হয়েছে। এখনও রাত জেগে পরিশ্রম করে কাজ করতে হয়। শুরুর দিকে পরিবারের সাপোর্ট না পেলেও এখন তারা তাকে নিয়ে গর্ব করেন।

শুরুর দিকে বন্ধু বান্ধব ভাই ব্রাদার ট্রল বা হাসাহাসি করলেও এখন যেকোনো অনলাইন রিলেটিভ কোন সমস্যার সম্মুখীন হলে সব প্রথম তার সাথে যোগাযোগ করে তা সমাধান করে নেয়, এবং এখন বন্ধু বান্ধব ও তাকে নিয়ে গর্ব করে ।

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা অনেকেই সামাজিক মাধ্যম গুলোতে অনেক সময় ব্যয় করি। এই সময়টুকু যদি নতুন কিছুতে ব্যয় করি তাহলে আমরা আমাদের স্বপ্নের চেয়েও বহুদূরে এগিয়ে যাওয়া যাবে। বর্তমান সময়ে বহু ফ্রি রিসোর্স, ভিডিও টিউটোরিয়াল, ফেসবুক মনিটাইজেশন,ইউটিউব মনিটাইজেশন, ওয়েবসাইট ম্যাকিং, ই-বুক, ব্লগ আর্টিকেলকে কাজে লাগিয়ে মানুষ সহজেই নতুন কিছু শিখতে পারে এবং আয় করতে পারে । প্রযুক্তিকে কাজে লাগিয়ে দক্ষতা অর্জন করতে পারলে চাকরির পেছনে দৌড়াতে হবে না। যে কেউ নিজেই প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন কিংবা ফ্রিল্যান্সিং এ গড়ে তুলতে পারবেন সুন্দর ক্যারিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!