ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও পল্লীবন্ধু এইচ. এম এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুলাই ) বিকালে উপজেলা শহরের হেলাল কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে মাহফিজুর রহমান বাবুল বলেন, ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় পার্টির তৃণমূল অত্যন্ত শক্তিশালী।
এদেশে পল্লী বন্ধু আলহাজ্ব হুসাইন মুহম্মদ এরশাদ প্রকৃত উন্নয়ন করে গেছেন। তাই আগামীতে জাতীয় পার্টির ক্ষমতার বিকল্প নেই। এবং আওয়ামীলীগ নেতা কর্মীরাও স্বীকার করেন, সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও পল্লীবন্ধু এইচ. এম এরশাদ সাহেবের মতো করে আমরাও দেশ চালাতে পারতেছি না।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব নাজমুল হক সরকারের সভাপতিত্বে ,এড. হাবিবুর রহমান হাবিবুল্লাহ ও নাসরীদ ইসমাইলের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান হাবিবুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বিএসসি, সিনিঃ যুগম সাধারন সম্পাদক ডাঃ অধ্যাপক সবুর রফিক আকন্দ, যুগ্ম সাধারন সম্পাদক এ কে এম সিরাজুল ইসলাম,১০ নং কালাদহ ইউনিয়ন সভাপতি
আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সহ সভাপতি তোফাজ্জল হোসেন তোতা,উপজেলা জাতীয় যুব সংহিতি,র সভাপতি হাকিম মনির, সাধারন সম্পাদক অপূর্ব দাস,উপজেলা জাতীয় যুব সংহতি র সহ-সভাপতি মোঃনাসরীদইসমাইল,উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক ইন্জিঃ সাদবিন রহমান আকাশ, সদস্য সচিব মাহমুদুল হাসান স্বরণ, উপজেলা জাপা র মহিলা বিষয়ক সম্পাদিকা ঈশরাত জাহান তমা সহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।
পরে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ সভাপতি মাওলানা আশরাফ সিদ্দিকী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মীরা অংশ নেন।