Header Image

চলমান পরিস্হিতে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের উদ্যোগে অসহায়দের মাঝে খাবার বিতরণ

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

কারফিউয়ের কারণে কর্মহীন অসহায় স্বল্প আয়ের মানুষের মাঝে ময়মনসিংহে তৃতীয় দিনের মতো খাবার বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার ২৫ জুলাই দুপুরে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন এর উদ্যোগে নগরীর জিরো পয়েন্ট ও টাউনহল মোড়, গাঙ্গিনাপাড়, নতুন বাজারসহ বিভিন্ন পয়েন্টে রিকশাচালক, দিনমজুর,পথচারীসহ শ্রমিকদের মাঝে রান্না করা খাবার ও পানি তুলে দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু।

এ সময় খেটে খাওয়া প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাবার বিতরণের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এইচ আপন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত, আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শেখ সজল,যুগ্ন আহ্বায়ক ওমর ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিমন,সহ-সভাপতি জয়, মাহাবুব,যুগ্ন সাধারণ সম্পাদক পাবেল, ছাত্রলীগ নেতা রাকিব ও রাকিনসহ প্রমুখ।

এর আগে গত মঙ্গলবার কারফিউয়ের কারণে কর্মহীন অসহায় স্বল্প আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু।

তিন দিনব্যাপী প্রায় তিন হাজার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে এ খাবার বিতরণ করা হয়েছে বলে জানান জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!