নিজস্ব প্রতিবেদক:
দ্বি- বার্ষিক সম্মেলনে ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি পদে একুশে টেলিভিশনের প্রতিনিধি এস এম জাহাঙ্গীর আলমকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দ্যা এশিয়ান এইজ এর প্রতিনিধি হুমায়ুন আহমেদ নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি এস এম খোরশেদ আলম (দৈনিক বাংলাদেশ সমাচার), যুগ্ন সম্পাদক তাপস কুমার দেবনাথ (দৈনিক তৃতীয় মাত্রা), অর্থ, দপ্তর ও প্রচার সম্পাদক আনিছ মাল (দৈনিক চৌকস), সদস্য কল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম (দৈনিক প্রতিদিনের কাগজ, সিএনএন বাংলা), শিশু ও নারী সাংবাদিকতা উন্নয়ন সম্পাদক আদ্রিয়া রূম্পা (দৈনিক অর্থনীতির কাগজ), কার্যকরী সদস্য আসাদ ভুঁইয়া (দৈনিক নিরপেক্ষ সংবাদ), লিমা আক্তার জুঁই (এশিয়ান টেলিভিশন, দৈনিক জনবানী)।
সংবাদ বিজ্ঞপ্তি।