লেখক: হিয়া
সালাম দিলে সওয়াব পাবে
মনে পাবে প্রশান্তি,
সালাম হইল মুমিনের রীতি
সালাম মানে শান্তি,
সালাম দিলে আগে ভাগে অহংকার মুক্ত হয়,
ডান কাদের আমল নামায়
পূন্য লিখা রয়,
সালাম দিবে বেশি বেশি
যারা রাসুলকে ভালবাসি,
দূর হোক সব অশান্তি
শান্তিতে থাক বিশ্ববাসী,
Post Views:
৫১