রাকিবুল হাসান ফরহাদ:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিরামপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৯আগস্ট) বিকালে স্থানীয় একটি রায়েরগ্রাম নিঘোরকান্দা মড়লের বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মাওলানা নজরুল ইসলাম।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোমেনশাহী জেলা শাখার সভাপতি মাওলানা বদরুল আলম।
প্রাধান্য বক্তা ছিলেন ত্রিশাল উপজেলা শাখার আমির মাও. আবু নোমান আব্দুল্লাহিল বাকী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর ত্রিশাল উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য মাওঃ কামরুজ্জামান শাকিল, সৌদি প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এমদাদুল হক মন্ডল সহ অনেকেই।