Header Image

নার্সদের নিয়ে কটুক্তির প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

 

রাকিবুল হাসান ফরহাদ

নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে ময়মনসিংহে ত্রিশালে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে ত্রিশাল বেলা নার্সিং কলেজের সামনে মানববন্ধনে বেলা নার্সিং কলেজের কর্মকর্তা ও শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় নার্সিং কলেজের শিক্ষার্থীরা মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ এবং নার্সিং পেশা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। মানববন্ধনে নার্সিং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য দেন বেলা নার্সিং কলেজের অধ্যক্ষ এ কে এম আব্দুল করিম,নার্সিং ইনস্টাকটর ফয়সাল আহমেদ,সাকিল মাহমুদ, স্টুডেন্টদের মধ্যে বক্তব্য দেন পূজা সেন,বর্ষ,রুহুল আমিন, রায়হান মিয়া সহ অনেকেই।

বক্তারা স্বৈরাচারী মহাপরিচালক মাসকুরা নূরের পদত্যাগ, ডিজিএনএমসহ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সব নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ দাবি করেন। বহিরাগত কর্মকর্তাদের জন্য নার্সিং পেশার কোনো উন্নতি হচ্ছে না। তারা আমাদেরকে খেলনার পুতুল বানিয়ে রেখেছেন। বিভিন্ন হাসপাতালে পদায়নের নামে তারা ঘুস বাণিজ্য করছেন। আমাদের পদায়ন করলে তাদের ঘুস বাণিজ্য বন্ধ হয়ে যাবে বলেই নার্সিং থেকে অধিদপ্তরে নার্সদের পদায়ন করা হচ্ছে না বলে তারা মানববন্ধনে অভিযোগ করেন। অতি দ্রুত মহাপরিচালক পদত্যাগ না করলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!