ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকায় রাস্তা অবরোধ করে রাখে লিও ফ্যাশন লিমিটেড এর শ্রমিকরা।
বুধবার ২৫ সেপ্টেম্বর রাত ৮ টা থেকে প্রায় দেড় ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে, সড়ক অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। দেড় ঘণ্টা সময় অবরোধ থাকায় সড়কের উভয় পাশের যানজট কয়েক কিলোমিটার ছাড়িয়া যায় ।
পরে ভালুকা উপজেলা প্রশাসন, থানা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ,৫ সেনাবাহিনীর মধ্যস্ততায় মালিক পক্ষের সাথে আলোচনা করে বেতনের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়, পরে যানচলাচল স্বাভাবিক হয়।