Header Image

ময়মনসিংহে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা -ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য সফল ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে ময়মনসিংহের সার্ভেয়ারা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছে। মঙ্গলবার ১ অক্টোবর সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন ময়মনসিংহের সার্ভেয়ারগণ।

এ সময় তারা জানান আগামী ০২ অক্টোবর এবং ০৩ অক্টোবর পর্যন্ত সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হবে। এই সময়ের ভিতরে দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি পালন ঘোষণা করা হবে।

বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সার্ভেয়িং ডিপ্লোম্যাধারীগণ ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণ, সড়ক, মহাসড়ক, ব্রীজ, কালভার্ট নির্মাণসহ সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ডে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের সকল উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কারিগর হিসেবে বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার/সমমানের পদে কর্মরত থেকে সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিগত ২৩/০২/১৯৮৯ খ্রিঃ শিক্ষা মন্ত্রণালয়ের নাঃশাঃ৫/১০এম- ৬/৮৯/১৭৮/১(১৭) নং আরকের প্রজ্ঞাপনমূলে সকল মন্ত্রণালয়/বিভাগকে তাঁহাদের অধীনস্থ অফিসসমূহে অন্যান্য সকল ডিপ্লোমার ন্যায় ০৩ বছর (বর্তমান ০৪ বছর) মেয়াদি ডিপ্লোমা-ইন-সার্ভেয়িং টেকনোলজিকে সমবেতন স্কেল ও পদ-মর্যাদা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়। ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়) ১৬৪ নম্বর প্রজ্ঞাপনের এবং ০১-১২-১৯৯৪ তারিখের প্রকাশিত বাংলাদেশ গেজেটে সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগকে তাঁহাদের অধীনস্থ অফিসসমূহে উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারীদেরকে ২য় শ্রেণির পদমর্যাদা ও বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত সার্ভেয়ার/সমমানের পদে সরকার নির্ধারিত গ্রেডের কয়েক ধাপ নীচে ১৪/১৫/১৬ গেডে নিয়োগ দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ বৈষম্যমূলক।

বিগত ১৬/০৩/২০০৬ তারিখের স্মারক নং কাশিঅ/বিবিষ/পার্ট-২/ ১৫২০/২০০২/৭১ মূলে মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি পাশকৃতদের পদমর্যাদা ও বেতন স্কেল অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায় বৃদ্ধির সুপারিশ প্রদান করলেও আজও তা বাস্তবায়ন হয়নি। ২২-০৯-২০১৩ খ্রিঃ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার গৃহীত সিদ্ধান্ত মোতাবেক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) এ শিক্ষাগত যোগ্যতা সম্পন্নগণ সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়) ১৯.১১.১৯৯৪ খ্রি. তারিখের সম (বিধি-২) পদোন্নতি-২৭/৯৪-১৬৪ নং স্মারকের সঙ্গে সামঞ্জস্য বিধায় তাদেরকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদান এবং বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার জন্য সুপারিশ করা হলেও আজও তা বাস্তবায়ন করা হয়নি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ অনুযায়ী ৪ (চার) বৎসর মেয়াদি সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশকৃতদের চাকরি/দক্ষতার শ্রেণী করণে মধ্যম সারির ব্যবস্থাপক/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/সমতুল্য হিসেবে বলা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের ২য় শ্রেণির মর্যাদা দেয়া হচ্ছে না, যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ এর সুস্পষ্ট লংঘন, কারিগরি শিক্ষার অবমূল্যায়ন এবং শিক্ষার্থীদের সাথে চরম বৈষম্যমূলক আচারণ। বিগত ১৪/০২/২০১৯ খ্রিঃ এর ভূমি মন্ত্রণালয়ের অধিশাখা-২ (মাঠ প্রশাসন), ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে রাজস্ব প্রশাসনে সার্ভেয়ার/সমমানের পদে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায় ১০ ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের জন্য সুপারিশসহ অর্থ মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়। এছাড়াও স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখা বিগত ০৭/১১/২০১৯ খ্রি. এ ০৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রীধারীদের ১০ম গ্রেডে বেতন স্কেল প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব মহোদয় বরাবর সুপারিশসহ পত্র প্রদান করা হলেও উক্ত সুপারিশ সমূহ বাস্তবায়নে কালক্ষেপন করে সার্ভে ডিপ্লোমাধারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
বর্তমান সময়ে প্রযুক্তির সান্নিধ্যে থেকে বাস্তবমুখী কারিগরি শিক্ষার গুরত্ব বাড়তে থাকলেও দেশের সবচেয়ে প্রাচীনতম সার্ভেয়িং টেকনোলজির ডিপ্লোমাধারীগণের ব্যাপারে বিগত সরকারের উদাসিনতা অত্যন্ত দুঃখজনক। একই কারিকুলামে পড়াশোনা করেও সার্ভে ডিপ্লোমাধারীরা কেনো বৈষম্যের স্বীকার হবে?
বৈষম্য নিরসনে ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়) ১৬৪ নম্বর প্রজ্ঞাপন এবং ০১-১২-১৯৯৪ তারিখের প্রকাশিত বাংলাদেশ গেজেটের আলোকে মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা- ইন- ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য সকল ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে আমাদের দীর্ঘ দিন আন্দোলন, সংগ্রাম অব্যাহত রয়েছে, এর ধারাবাহিকতায় বিগত ১১/০৯/২০২৪ ইং তারিখে বাংলাদেশের ৬৪ জেলার, জেলা প্রশাসক মাধ্যমে এবং বিভিন্ন সংস্থা/দপ্তর প্রধানগণের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর স্মরকলিপি প্রদান করা হয়েছে।
ছাত্র-জনতার গণ অভূাখান ২০২৪ এর প্রতিপাদ্য বিষয় অর্থাৎ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃতদের সার্ভেয়ার/সমমান পদে সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে/২য় শ্রেণির পদমর্যাদায় উন্নীত করার জন্য ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের ১৬৪ নম্বর প্রজ্ঞাপন বাস্তবায়নের তথা পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রষণের মাধ্যমে বেতন- বৈষম্য দূরীকরণের দাবী জানাচ্ছি। দাবী মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের আহব্বায়ক শরীফুল ইসলাম ও সদস্য সচিব মোঃ মিরাজ হোসেন সহ আরোও অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!