বার্নাড সরকারঃ
ময়মনসিংহ ধোবাউড়া কারিতাস মনবিক সহায়তা প্রকল্প ময়মনসিংহ অঞ্চল’র উদ্যোগে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ( ১৭অক্টোবর) সকাল ১১ঘটিকায় সোহাগীপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় দক্ষিনমাইজপাড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২৫০ টি পরিবারের মাঝে নগদ অর্থ ৬ হাজার টাকা, একটি ২০ লিটার বালতি, ১৫ লিটার মগ একটি, ২ টি সাবান,একটি মগ,প্যাকেট স্যানিটারী ন্যাপকিন, ১০ প্যাকেট খাবার স্যালাইন, বিতরণ করা হয়েছে।
কারিতাস ময়মনসিং অঞ্চল, আঞ্চলিক পরিচালক, মি.অপূর্ব ম্রং এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন,
বিশেষ অতিথি ছিলেন দক্ষিনমািজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন হুমায়ূন কবির সরকার,রেভা ফা: ভেরি চিসিম পুরোহিত ধাইরপাড়া ধর্মপল্লী,
আরো অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, দ্রিতু স্নাল ঠিম লিডার,বাঁধন চিরান ফোকাল পার্সন আলোক ৩ প্রকল্প সহ কারিতাসের স্থানীয় প্রতিনিধিবৃন্দ।
উপকারভোগীদের মধ্যে বক্তব্য দেন গোলাপি রানী ও খলিল জোমাদ্দার। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও স্থানীয় সংবাদ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনায় ছিলেন কারিতাস মানবিক সহায়তা প্রকল্পের দ্রিতু স্নাল।