
আজ ২১ অক্টোবর ২০২৪ (সোমবার) সকাল ৮:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা পুলিশের অভিভাবক মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আজিজুল ইসলাম মহোদয়।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অফিসার ও ফোর্সদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন এবং দৃষ্টি নন্দন প্যারেড পরিদর্শনের জন্য ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপন করেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল), ময়মনসিংহ।
জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ( পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), আফরোজা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল), মোঃ মাকসুদুর রহমান, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল), সাগর সরকার, সহকারী পুলিশ সুপার, (হালুয়াঘাট সার্কেল), তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের সকল ইউনিটের প্রতিনিধিবৃন্দ।