
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় পিক-আপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহতের নাম এনামুল হক ধনু (৪২)। তিনি উপজেলার পানিভান্ডা গ্রামের মৃত আহেদ আলীর ছেলে।
জানা যায়, তিনি শেফার্ড গ্রুপে নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করতেন। মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ভায়াবহ এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুল হুদা খান বিষয়টির নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার ও পিক-আপটি জব্দ করে। পরে পরিবারের অনুরোধে নিহতের লাশ ও মোটরসাইকেল পরিবারের কাছে হস্তান্তর করা হয়।