ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে ২নং বৈলর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে বৈলর মোড় বাজারে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাজাহান সিরাজের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান সোমেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির মোঃ আতাউর রহমান শামীম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুরুল ওয়াহেদ নিক্সন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসাইন মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল ফরাজী,যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন,যুগ্ম আহ্বায়ক জিয়াউল আহসান জামিল, বৈলর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আ,ন, ম তারেক বাবু সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান প্রমুখ সহ বৈলর ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।