Header Image

ত্রিশালে সওজ এর জমিতে ঘর তুলে অবৈধ লাকড়ির ব্যবসা

 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ত্রিশাল পৌর শহরের সুতিয়া নদীর তীরে সড়ক ও জনপথের বিশাল জায়গা জুড়ে ঘর তুলে সেখানে অবৈধ লাকড়ির ব্যবসা করছেন শাহজাহান মিয়া। প্রতি রাতে বিভিন্ন বনাঞ্চাল থেকে ট্রাক ও লড়ি যোগে আসা কাঠ আনলোড করা হয়ে থাকে। দিনের বেলায় এই লাকড়ী বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়।

তার এই অবৈধ ব্যবসায় স্থানীয় বিএনপি নেতাদের সম্পৃকতা রয়েছে বলে শাহজাহান মিয়া দাবী করেছেন। তিনি জানান, তিনি প্রায় ৮ বছর ধরে এই ব্যবসা করছেন। তার এ ব্যবসায় কেউ বাধা দেয়নি। আগে আওয়ামী লীগ নেতারা তার ব্যবসা প্রতিষ্ঠানটির সাথে জড়িত ছিল।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলামান আছে। সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!