ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে ৮নং সাখুয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১নভেম্বর) বিকেলে সাখুয়া আখরাইল উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ফেরদৌসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন।
ডাঃ লিটন তার বক্তব্য বলেন বিএনপি ক্ষমতায় আসলে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হবে বাংলাদেশ ২০০১ থেকে ২ হাজার ৬ পর্যন্ত আমি জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাণ মন্ত্রণালয় থেকে অনুদান এনে বিগত দিনে মসজিদ মাদ্রাসা রাস্তাসহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছি। ১৫ বছর পর এই ফ্যাসিস্ট সরকারের অত্যাচার নির্যাতন মামলা হামলা গুম খুনের কারণে আপনাদের কাছে আসতে পারি নাই, এই শেখ হাসিনা সরকার সাধারণ মানুষকে দীর্ঘ ১৫ টি বছর জিম্মি করে রেখেছিল।
এসময় প্রধান বক্তৃতা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির মোঃ আতাউর রহমান শামীম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুরুল ওয়াহেদ নিক্সন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসাইন মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল ফরাজী,যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন,যুগ্ম আহ্বায়ক জিয়াউল আহসান জামিল, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মাজহারুল আলম জুয়েল (মন্ডল) যুবদল নেতা ফারুক আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নেতা রাশেদুল ইসলাম রাশেদ সহ সাখুয়া ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।