ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের নারায়নপুর এলাকার মিনিষ্টার কোম্পানী সংলগ্ন প্রায় ৫৪ বিঘা জমিতে ফিসারী প্রজেক্টের মাধ্যমে যৌথভাবে মাছ চাষ করে আসছিল আনোয়ার হোসেন ওরফে দুলাল মিয়া এবং আসাদুল হক ।
আনোয়ার হোসেন ওরফে দুলাল মিয়া কে না জানিয়ে প্রতারণা করে আসাদুল হক সহ অজ্ঞাত ৮/৯ জনের বিরুদ্ধে যৌথ মালিকানা ফিসারির মাছ বিক্রির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও থানায় অভিযোগকারী আনোয়ার হোসেন ওরফে দুলাল মিয়া সূত্রে জানাযায়, শরিক আসাদুল হক সহ অজ্ঞাত ৮/৯ জন মিলে আগস্ট মাসের ৮ তারিখ হতে অক্টোবর মাসের ২৬ তারিখ পর্যন্ত একটানা বিভিন্ন তারিখ ও সময় যৌথ মালিকানাধীন ফিসারীর অনুমানিক ৬০-৬৫ লক্ষ টাকার পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ অবগত না করে প্রতারণা করে বিক্রি করে দেয়।
স্থানীয় আশিকুর রহমান, মতিউর রহমান, জিলানী সহ আরো অনেকেই আসাদুল হককে বাধা দেওয়ায় তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
আনোয়ার হোসেন দুলাল শরিক আসাদুল হকের কাছে মাছ বিক্রি করার কারন ও অংশের টাকা চাইতে গেলে টাকা দিতে অস্বীকার করে বিভিন্ন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
আসাদুল হক এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ জানান, অভিযোগ হাতে পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।