ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালের সব্যসাচী লেখক এস এম মাসুদ রানা মহারশি আন্তর্জাতিক সাহিত্য পরিষদ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সম্মেলনে বছর সেরা ঔপন্যাসিক সাহিত্য পদক পেয়েছেন।
শুক্রবার বিকালে মিল মানিক সমিতির হল রুমে ঝিনাইগাতী, শেরপুর আয়োজিত এক অনুষ্ঠানে মহারশি সাহিত্য পরিষদ বছর সেরা ঔপন্যাসিক পদক-২০২৪ তুলে দেয়া হয়।
মহারশি সাহিত্য পরিষদের সভাপতি কবি জামাল শেখ এ-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী,
কবি শামছুল হক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন অর্থোপেডিক্স সার্জন, কুর্মিটোলা, জেনারেল হাসপাতাল, কবি ডাঃ আব্দুল্লাহেল ওয়াফি হুমায়ুন কবীর,
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সহযোগী অন্যাপক ও বিভাগীয় প্রধান ( বাংলা) শেরপুর সরকারি মহিলা কলেজ, মোহাম্মদ মুতাসিম বিল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন কবি আতিক হেলাল, কবি ও চলচ্চিত্র অভিনেতা এবিএম সোহেল রশীদ,
কবি মোহাম্মদ শামসুল হক বাবু, কবি জোবাইর আহমাদ,
কবি রোজিনা আক্তার, কবি সুমাইয়া মিরা, কবি নাছরিন জাহান শিপা, কবি হামিদা ইয়াসমিন, মোহাম্মদ শামীম মিয়া প্রমূখ।