Header Image

দুর্নীতি প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার

 

ময়মনসিংহের ত্রিশালে ফরহাদ সাংবাদিকের বিরুদ্ধে ফাগুন টিভি নামক ফেসবুক পেইজে গত (৭ নভেম্বর) বৃহস্পতিবার একটি মিথ্যা সংবাদ প্রচার করেছে। তাতে ওই সাংবাদিকদের মানসম্মানের ক্ষুন্ন হয়েছে এবং মূল ধারার সংবাদ প্রচার করায় এ সাংবাদিকের বিরুদ্ধে মান ক্ষুণ্ণ করতে এই অপপ্রচার।

জানা গেছে ময়মনসিংহের ত্রিশাল কেন্দ্রীয় বালিকা দাখিল মাদ্রাসার নাইটগার্ড শহিদল্লাহর বিরুদ্ধে কয়েকটি প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ায় খবর প্রকাশ করার পর তিনি ফেইসবুকে একজন সাংবাদিকের নাম উল্লেখ করে তাকে চাঁদাবাজ বলে আখ্যা দিয়েছেন। একই সাথে তিনি ওই প্রতিবাদে স্বীকার করেছেন কোটি কোটি টাকার ব্যবসার কথাও। ওই সংবাদে সংশ্লিষ্ট সাংবাদিক লিখেছেন নাইটগার্ড শহীদুল্লাহ ১০ একর মাছের খামারের মালিক আর তিনি প্রতিবাদে লিখেছেন তিনি ২৫একর জমি মাছের খামারের মালিক। কোথাও লিখেননি তিনি নাইটগার্ড। নাইটগার্ডের কাছে ফরহাদ নামের কথিত সাংবাদিক চাঁদা দাবী করেছেন এ রকম মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ হাস্যকর বটে। কারণ দৈনিক ইনকিলাব, দৈনিক মুক্ত খবর, দৈনিক চিত্র, দৈনিক দিগন্ত বাংলা ও আজকের ময়মনসিংহ পত্রিকাসহ একাধিক পত্রিকায় প্রকাশিত সংবাদগুলো বিভিন্ন সাংবাদিক করেছেন। শুধু ফরহাদ এ সংবাদটি একা করেননি। জনৈক রফিকুল ইসলাম শামীম নামের একজন কথিত সাংবাদিক প্রতিবাদ প্রকাশ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে, সাংবাদিক ফরহাদ বলেন উক্ত নাইট গার্ড শহিল্লাহ শহীদ তার দুর্নীতি ধামাচাপা দিতে নাম ধারি কথিত সাংবাদিক রফিকুল ইসলাম শামীমকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্প্রচার করিয়েছে। যা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও উন্নয়ন মূলক কাজে এলাকায় আমার যথেষ্ট সুনাম রয়েছে। এ কাজে ঈর্ষান্বিত হয়ে একটি চক্র আমার বিরুদ্ধে ওঠে পড়ে লেগেছে। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!