
ত্রিশাল প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র আমিন সরকারের নেতৃত্বে বিশাল র্যালি ও আলোচনা সভা করেছে।
শনিবার বিকেলে ত্রিশাল বাসস্ট্যান্ডে এলাকা হতে র্যালি বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দরিরামপুর বাসস্ট্যান্ডে এলাকায় আলোচনা সভা করা হয়।
এতে সভাপতিত্ব করেন, মোশাররফ হোসেন তরফদার,প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র-আমিন সরকার।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবুল কালাম, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিল রেজাউল করিম সেলিম, বিএনপির নেতা তারিকুল ইসলাম,উসমান গনি কাজল, ডাক্তার হুমায়ুন কবির,উপজেলা জনতা দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সজিব মন্ডল। আইনজীবী সহকারী ময়মনসিংহ জজকোর্টসহ অঙ্গ ও সহযেগী সংগঠনের নেতৃবৃন্দ।