Header Image

ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকায় বাবা ও ছেলে গ্রেফতার

 

মফিদুল ইসলাম লাভলু (ময়মনসিংহ)

গত ২৫ নভেম্বর বিকেলে যৌথ বাহিনীর একটি বিশেষ টিম ময়মনসিংহ সদর থানার বড় বাজার এলাকায় বিশেষ গোপন সূত্রে অভিযান পরিচালনা করে বাবা ও ছেলে দুই জনকে তাদের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো–১।ছেলে- মিলকন হোসেন বান্টি, ২।বাবা- রবিউল আওয়াল এবং বাবুল (বাবুল শেখ), ঠিকানা-বড় বাজার, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ। এই দুই জনের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখা, বড় বাজারের সংঘর্ষ সংক্রান্ত অভিযোগ এবং এ সংক্রান্ত মামলা (এফআইআর নম্বর ৯৩) রয়েছে।

এছাড়াও আসামীর বিরুদ্ধে বিস্ফোরক আইন ১৯০৮, ধারা ৩ এবং দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ৪৩৫, ১১৪, ৩৪ সহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং পরিচয় যাচাইয়ের পর কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!