Header Image

ছয় দিন মেয়াদী বেসিক ইন্টেলিজেন্স কোর্স’ এর সমাপনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি

 

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ :

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর, ২০২৪ খ্রি.) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহে- ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে ০৬ (ছয়) দিন মেয়াদী ‘বেসিক ইন্টেলিজেন্স কোর্স’ এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, ড. মোঃ আশরাফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী সকলের মাঝে সনদপত্র বিতরণ করেন।

এসময় ডিআইজি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এই কোর্স মডিউলটি পুলিশ সদস্যদের কার্যক্রমে কর্মদক্ষতা বৃদ্ধি ও ইন্টেলিজেন্স সংগ্রহ এবং এর প্রয়োগিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তবক্ষেত্রে পুলিশের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিআইজি মহোদয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার খালিদ বিন নুর, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ।

এর আগে রেঞ্জ ডিআইজি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সন্ত্রাসবাদ এবং বাংলাদেশ প্রেক্ষিত সংক্রান্ত বিস্তারিত সেশন (ক্লাস) পরিচালনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার, আইএসটিসি, ময়মনসিংহ; মোঃ আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক(নিঃ), আইএসটিসি, ময়মনসিংহ সহ প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!