Header Image

ভালুকায় এক বাগানবাড়িতে হামলা ও মালামল লুটের অভিযোগ

স্টাফ রিপোর্টার 

ময়মনসিংহের ভালুকায় ডা. মোশায়েদ রহমান মুনের বাগান বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ওই সময় আসবাবপত্র ভাঙচুর করে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার পাঁচগাঁও গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার বাসিন্দা সমাজ সেবক ও চিকিৎসক ডা. মোশায়েদ রহমান মুন উপজেলার পাঁচগাঁও গ্রামে বেশ কিছু জমি ক্রয় করে তাতে কৃষি খামার ও বাগানবাড়ি নির্মাণ করেন। তিনি প্রায়ই ঢাকা থেকে ওই বাড়িতে গিয়ে স্থানীয়দের সাথে সামজিক বিভিন্ন কর্মকান্ডসহ হতদরিদ্রদের সাহায্য সহযোগীতা করে আসছিলেন।

বুধবার (২৫ ডিসেম্বর) ঢাকা থেকে আড়াই’শ শিক্ষার্থী ওই বাগানবাড়িতে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোজনের ব্যবস্থা করেন। রাত ৮ টার দিকে একদল লোক দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই অনুষ্ঠানে শিক্ষার্থীদের বের করে দিয়ে হামলা ও লুটপাট চালায়। এ সময় আসবাবপত্র ও বিভিন্ন জিসিনপত্র ভাঙচুর চালায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করা হয়। খবর পেয়ে রাতেই ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে।

বাগানবাড়ির মালিক ডা. মোশায়েদ রহমান মুন জানান, তিনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। এই সুযোগে স্থানীয় শাহিন, মেহের, লালু, জসিম, আতাহার এর নির্দেশে ৫০/৬০ জনের একদল লোক তার বাগানবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং ১০ লাখ টাকার ক্ষতি করে। তিনি দেশের বাইরে থাকার কারণে থানায় অভিযোগ দিতে পারছেন না। দেশে এসে আইনী ব্যবস্থা নিবেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!