Header Image

ভালুকায় লিফলেট বিতরণ করার সময় ছাত্রলীগ কর্মী আটক

 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকায় লিফলেট বিতরণ করার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পাইলট স্কুলের পিছনে ওই কর্মীর ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ভালুকা মডেল থানা পুলিশ।

জানা যায়, লিফলেট বিতরণ করার সময় ছাত্রদলের নেতাকর্মীদের চোখে পড়ে। তখন তাকে ধাওয়া করলে দৌড়ে একটি বাসায় আশ্রয় নেয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা থানায় খবর দিলে পুলিশ এসে ওই বাসায় তল্লাশি করে তাকে আটক করে। আটককৃতের নাম সিয়াম। তিনি মল্লিকবাড়ী ইউনিয়নের ভান্ডাব এলাকার মামুনের ছেলে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।

ভালুকা উপজেলা ছাত্রদলের আহবায়ক লুৎফর রহমান খান সানি জানান, পৌর ছাত্রদলের নেতাকর্মীরা প্রোগ্রাম শেষ করে বাসায় যাওয়ার সময় তাকে দেখতে পেয়ে ধাওয়া করে। পরে একটি বাসায় আশ্রয় নিলে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে আটক করে তাকে নিয়ে যায়।

ভালুকা সরকারি ডিগ্রি কলেজের ছাত্র দলের  আহবায়ক আলীরাজ বলেন,নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগ কে কোন ধরনের কর্মকাণ্ড করতে দেওয়া হবেনা।

পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্নসম্পাদক তিয়াস মাহমুদ শুভ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা একত্রিত হয়ে বিভিন্ন অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল পরে ধাওয়া দিলে একটি বাসায় আশ্রয় নেয় পরে থানা পুলিশ কে খবর দিলে তাকে গ্রেফতার করে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর ছাত্রলীগকর্মীকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!