
“জ্যোথির শেষ আলো”
জ্যোথি হাসে, জ্যোথি গায়,
আলো ছড়ায় দু’হাত বাড়ায়,
কিন্তু ওর চোখের কোণে
অশ্রুর ঢেউ থমকে রয়।
শরীরে ক্লান্তি, মনে বিষাদ,
ক্যান্সার ওকে টানে নিঃশ্বাসে,
তবু সে বলে, “আমি আছি,
আলো জ্বলবে শেষ নিশ্বাসে।”
বন্ধুরা আসে, বৃষ্টি নামে,
শিশির পড়ে সন্ধ্যা বেলায়,
জ্যোতি তখন চাঁদকে দেখে,
মৃদু হাসে একলা মেলায়।
মায়ের চোখে স্বপ্ন ভাঙে,
বাবার চোখে বোবা কান্না,
তবু জ্যোথি হাতটা ধরে,
বলে, “থাকো, আমি চাই না যন্ত্রণা।”
রাতের শেষে ভোরের আলো,
একদিন সবই মিলিয়ে যাবে,
জ্যোতির নাম, জ্যোথির গল্প,
চিরকাল হৃদয়ে বাজবে।
লেখক: রাকিবুল এইচ ফরহাদ