Header Image

ত্রিশালে মানচিত্রের কান্না বইয়ের মোড়ক উন্মোচন

 

ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালে সব্যসাচী লেখক এস এম মাসুদ রানা’র জুলাই বিপ্লব নিয়ে লেখা উপন্যাস মানচিত্রের কান্না বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার দুপুরে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানচিত্রের কান্না বইটির মোড়ক উন্মোচন করেন ত্রিশাল থানা ওসি তদন্ত ( মোবারক হোসেন। ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি মো. খোরশিদুল আলম মজিব, ত্রিশাল দূর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি, মোখলেছুর রহমান সবুজ,
সভাপতি, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন, রেজাউল করিম বাদল, সাংবাদিক রফিকুল ইসলাম শামীম, সাংবাদিক মোস্তাফিজ নোমান, সাংবাদিক মোহাম্মদ সেলিম, সাংবাদিক ফয়জুর রহমান ফরহাদ, সাংবাদিক আতিকুল ইসলাম, সাংবাদিক নূরুল নূরুল আমীন, সাংবাদিক আবু রায়হান, সাংবাদিক হুমায়ুন কবির হিমাদ্রি, সাংবাদিক রিয়াদুল ইসলাম রিয়াদ, , সাংবাদিক হিমাদ্রি, সাংবাদিক শাহীনুর রহমান, সাংবাদিক দুর্জয় প্রমূখ।

এসময় লেখক এস এম মাসুদ রানা বলেন, আমার সৃজনশীল সাহিত্য কর্ম ‘ মানচিত্রের কান্না’ উপন্যাসটি জুলাই বিপ্লব নিয়ে লেখা। এটি অমর একুশে গ্রন্থ মেলায়
সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তদেশ প্রকাশন এর ৭০৫ ও ৭০৬ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে। আমি আশাকরি বরাবরে মতো পাঠক আমার লেখা গ্রহণ করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!