Header Image

ভালুকায় অটোরিকশা -মাহিন্দ্র ট্রাক সংঘর্ষ নিহত ২

 

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ঃ

ময়মনসিংহের ভালুকা অটোরিকশা – মাহিন্দ্র ট্রাকের সাথে মুখোমুখি  সংঘর্ষে দুই  যাত্রী নিহত  হওয়ার ঘটনা ঘটেছে এবং অপর  এক যাত্রী আহত হয়েছে।

 

নিহতরা হলেন উপজেলার চান্দারাটি নদীর পাড় এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে মনির হোসেন  (৪০) এবং সাতেঙ্গা এলাকার আব্দুল হাই এর ছেলে মো.হামিদ (৩০)।

আহত অটোরিকশা চালক ধলিয়া এলাকার আহমদ মিয়ার ছেলে শাহজালাল (৪০)

 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার  গোয়ারী ভাওয়ালিয়া বাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে  ভালুকা -গফরগাঁও সড়কে দূর্ঘটনাটি ঘটে।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায় ভালুকাগামী একটি যাত্রীবাহী অটোরিকশা ভালুকা -গফরগাঁও সড়কের গোয়ারী ভাওয়ালিয়া বাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের  সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি  মাহিন্দ্র ট্রাকের সাথে মুখামুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলে মনির নামে অটোরিকশা যাত্রী গুরুতর আহত হয়ে মৃত্যু।   খবর পেয়ে ভালুকায় ফায়ার সার্ভিস আহত দুইজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন।আহত অটোরিকশা চালককে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।

 

ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অটোরিকশা – মাহিন্দ্র  ট্রাকের  সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং  ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর জরুরী বিভাগের ডাক্তাররা এক জনকে মৃত ঘোষণা করেন  এবং এ ঘটনায় আরও এক যাত্রী আহত হয়েছে।

ভালুকায় মডেল থানা উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র কুন্ড বলেন মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!